Read more

 মাত্র চার বছর বয়স থেকে গান শেখা শুরু করেছিলেন লিসা মিশ্রা। মার্কিন মুলুকে বেড়ে ওঠা লিসা মুম্বাইতেও গায়িকা হতেই এসেছিলেন। তবে গানের পাশাপাশি এখন অভিনয়ের খাতায়ও নাম লিখিয়েছেন তিনি। অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘কল মি বে’ দিয়ে অভিনয়জীবন শুরু। এরপর নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’-এ নজর কেড়েছেন লিসা। মুম্বাইয়ের সান অ্যান্ড স্যান্ড হোটেলে লিসার সঙ্গে আড্ডায় মেতেছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য

লিসা মিশ্রা

আড্ডার শুরুতে লিসা বলেন, ‘১৩ বছর বয়সে নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম। আমার ভিডিও দেখে এক প্রযোজক আমাকে মুম্বাই আসতে বলেন। সাত বছর আগে মুম্বাইতে আসি। ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ দেন সোনম কাপুর। কাপুর পরিবার আমাকে সঠিক পথ দেখিয়েছিল। তবে পরের যাত্রাটা একদমই আমার নিজের ছিল। আমাকে এই পথ একলা চলতে হয়েছিল। আমাকে তখন নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছিল।’ কিছুটা দম নিয়ে আবারও বলেন, ‘বুঝতে পারছিলাম বিনোদন দুনিয়ার অসংখ্য দরজা এখানে খোলা। মুম্বাইতে আসার পর থেকেই অডিশন দিতে শুরু করেছিলাম। “কল মি বে”-তে সুযোগ পাওয়ার আগে ৫০টির মতো অডিশন দিয়েছিলাম। অডিশন দেওয়া আমার জন্য চাকরির ইন্টারভিউয়ের মতো ছিল। তবে ‘প্রত্যাখ্যান’কে আমি সহজভাবেই নিতাম। মনে করতাম, চরিত্রটার জন্য উপযুক্ত নই বলে আমাকে বাদ দেওয়া হয়েছে।’